বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  ০৬ নভেম্বর ২০২৪, ১৩:২৫
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতয়য় প্রাতিষ্ঠানিক পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ শুরু হয়েছে।

বুধবার মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মহসিন উদ্দিন, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সহকারী মৎস্য অফিসার সায়েদুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, এদিন আমরা সদর উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ৬২৫ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছি। পর্যায়ক্রমে বাকি চার উপজেলায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে