নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত   

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১৩:১৭

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৯৮ জন রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান সহ ৩৭ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি - ইইউ প্রকল্প ভাদুরিয়া ইউনিট অফিসের আয়োজনে  ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায়   এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন গ্রাম বিকাশ কেন্দ্রের  ব্যবস্থাপক আইটি প্রধান  জেহান মোহাম্মদ সাদাত।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, শাখা ব্যবস্থাপক মজীদুল ইসলাম,টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান ও বিধান বাসকে,প্রোগ্রাম অফিসার হাবিবুর রহমান, সহকারী টেকনিক্যাল অফিসার নাসিমা আক্তার পেয়ারী, আবু সাঈদ সুমেল প্রমুখ।

যাযাদি/ এসএম