বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

খুলনায় যুবককে কুপিয়েছে দূবৃৃত্তরা

খুলনা অফিস
  ০৬ নভেম্বর ২০২৪, ১৩:০২
ছবি : যায়যায়দিন

খুলনা নগরীর বসুপাড়া বাশতলা এলাকায় দূর্বৃত্তরা রফিকুল ইসলাম মুক্তা নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ অফিসে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা তার অফিসে ঢুকে পিস্তলের তিন রাউন্ড গুলি করে, তবে তা লক্ষভ্রষ্ট হয়। পরে বাম হাতসহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ১ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।

খুলনা নগরীর ২৫ নং ওয়ার্ডের বসুপাড়া এতিম খানা মোড় এলাকার সালাম শেখের পুত্র আহত মুক্তা জানান তিনি গল্লামারীসহ বটিয়াঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে জমির ব্যবসা করেন। নগরীর স্বেচ্ছাসেবক লীগ কর্মি সন্ত্রাসী বাপ্পি, ইমরান ও কানা রিপন তার কাছে বেশ কিছুদিন যাবত ১০ লক্ষ টাকা চাদা দাবি করে আসছিল। তিনি চাদা দিতে অস্বীকার করায় উল্লিখিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে