ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩১
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো দুই জন। বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর বানিয়াজান বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, বুধবার ভোর রাতে একটি নারিকেলের চারা গাছ বোঝাই ট্রাক খুলনা থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নিচে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই জন মারা যায়। আরো দুই জন গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের অবস্থা আশংষ্কাজন দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপালে পাঠায়।
নিহতরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাদা আলীর ছেলে আকবর হোসেন(৩২), হাবু সর্দারের ছেলে আব্বাস সর্দার (৩৯)। আহতরা হলেন- একই উপজেলার মৃত ওয়াদুদ সর্দারের ছেলে আ. জলিল, সুজাত আলী সুজার ছেলে খোকন মিয়া(৩৩)।
যাযাদি/ এসএম