শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পূর্বধলায় জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন ও সার বীজ বিতরণ 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৯
আপডেট  : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫০
ছবি: যায়যায়দিন

"ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় ইঁদুর দমন অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

একই সময়ে উপকারভোগী কৃষকের মাঝে রবি মওসুমের জন্য বিনা মুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জোবায়ের হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাহমুদুন নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম।

অনুষ্ঠানের পরপরই ২০২৪-২৫ অর্থ বছরের রবি মওসুমের গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাধারণ কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-শিক্ষক এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে