বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

খাগড়াছড়িতে বজ্রপাতে নিহত ২

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪১
ফাইল ছবি

খাগড়াছড়িতে বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও বিকেল সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস, বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে আলুটিলা পুনর্বাসন অচাইপাড়া এলাকা বজ্রপাতে ভগীরণ ত্রিপুরা (৭০) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, ঝড়ে গাছ পালা ভেঙে ক্ষতির খবর পেয়ে একটি ইউনিট বিভিন্ন স্থানে কাজ করছে।

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বলেন, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে বিভিন্নস্থানে গাছ, গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগ তারও ছিড়েছে। লাইন চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সময় লাগতে পারে।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া খবরে বজ্রপাতে খাগড়াছড়ি সদরের আলুটিলা পুনর্বাসনের অচাইপাড়ায় ১ জন ও এছাড়া মহালছড়ির সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে