চুয়াডাঙ্গায় বাজারে পলিথিন বিরোধী অভিযান

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।  চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সুত্র জানায়, পরিবেশ অধিদপ্তর কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তির নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল  সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

এ সময় ৭টি দোকানে অভিযান চালিয়ে মোট ৩৮ কেজি পলিথিন জব্দ করা হয়। একই সাথে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অপরাধে ১০০০০ টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের অপরাধে ৪০০০ টাকা মোট ১৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

মামলাসমূহের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেন চন্দ্র বিশ্বাস,   মূখ্য পাট পরিদর্শক চুয়াডাঙ্গা মো. হারুন অর রশীদ। 

পুলিশের পাশাপাশি অভিযান চলাকালে লেফটেন্যান্ট  আবিদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

যাযাদি/ এসএম