ফেনীতে এম আব্দুল্যাহকে সংবর্ধনা

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ২০:০৩

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

এম আব্দুল্যাহ বলেন,সাংবাদিকতার উর্বর ভূমির  ফেনী। ঘরের মানুষ  কে সংবর্ধনা  কিসের  কৃর্তি সন্তান, ঘরের ছেলে, আপনাদের ভাই,আপনাদের সন্তান,সকলের  সাথে আমার বন্দন সম্পর্ক আছে  থাকবে। ঢাকা বাদে ফেনীতে নয়টি লাশ পড়েছে।  যারা হত্যা করেছে তারা কোথায় আছে, পেশাদারি  সাংবাদিকতাকে কলংকিত করে, দাফন কাফন করে গেছেন, তারা পালিয়ে গেছেন, ধরা খাচ্ছেন,মামলায়  কারাগারে যাচ্ছেন।

কল্যান ট্রাস্টের  বিষয়, তিনি জানান আমাকে দায়িত্বে দিতে বলেন,সারাদেশের  সাংবাদিকদের  বিষয়ে আপনার  জানা শুনা বেশি। আপনার  মেধা সততা ও যোগ্যতা দিয়ে সাংবাদিক  কল্যানে কাজ করবেন।সে আশা ভরসা  নিয়ে  কাজ করতে চাই,আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 আমাকে  দায়িত্ব  দিয়ে   ৪৫৮ টি  আবেদনের মধ্যে  ৫ টি যাচাইতে বাদ গেছে।  বাকি সবগুলো পাশ করেছি। এক কোটি টাকা  ছাড় দিয়েছে। আজ তথ্য  মন্ত্রণালয়ের  মাধ্যমে  পাশ হয়েছে।  ২৬ জন মৃত সাংবাদিকদের৷ আর্থিক  অনুদান  দিয়েছি। পর্যায়ক্রমে সকল আবেদন পাশ হবে এবং  সাংবাদিকদের  কল্যানে কাজ করে যাবো। তিনি প্রবিন বয়স্কদেরকে পেনশানের  আওতায় আনতে  কাজ করছেন বলে জানান এ সাংবাদিক  নেতা।

বাংলাদেশ  সাংবাদিক  কল্যান ট্রাস্টের  ব্যবস্হাপনা  পরিচালক  নিযুক্ত  হওয়ায়,  ফেনীর  কৃর্তি সন্তান  বরেন্য সাংবাদিক  এম আব্দুল্লাহ কে সংবর্ধনা দেওয়া হয়েছে নিজ জেলা  ফেনীতে।  এসময়ে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।

 ফেনীর  কর্মরত সাংবাদিকদের আয়োজনে  মঙ্গলবার  বিকেলে  হোটেল বেস্ট ইনে  সাংবাদিক  আব্দুর রহিমের সভাপতিত্বে অনুস্টিত  সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রবীন সাংবাদিক  আবু তাহের, জেলা তথ্য  অফিসার  আল আমিন,  ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসাইন, জেলা  বিএনপির সদস্য  সচিব  আলাউদ্দিন  আলাল, বিএনপির  যুগ্ম আহ্বায়ক  আনোয়ার হোসেন   পাটোয়ারি,  জামায়াতে ইসলামী  নেতা আব্দুর রহিম সহ অনেকে।বক্তব্য  রাখেন কুমিল্লা জেলা   সাংবাদিক  ইউনিয়নের সভাপতি  শাহ আলম  শফি ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আজাদ মালদার, সাবেক সভাপতি  আবু তাহের ভুইয়া, দৈনিক ফেনীর  সম্পাদক  আহমেদ  রিজভী, , ফেনী জেলা  সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  মিজানুর রহমান  সহ সম্পাদক  সৈয়দ ইয়াসিন সুমন, ফেনী রিপোটার্স ইউনিটির  সাধারণ সম্পাদক  আবু জাফর,  দৈনিক  অজেয়  বাংলার নির্বাহী সম্পাদক  শাহজালাল ভুইয়া, এমরান পাটোয়ারি সহ  অনেকে।

অনুস্টানে বৃহত্তর কুমিল্লা  ও নোয়াখালী জেলার ত্রিশ জন সাংবাদিককে আর্থিক অনুদান  প্রদান করেন সংবর্ধিত অতিথি।

শেষে  সংবর্ধিত অতিথি কে  ফুল দিয়ে  ফুলের শুভেচ্ছা জানান,বিভিন্ন  প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা  সাংবাদিক  ইউনিয়নের সাধারণ সম্পাদক  আব্দুল  জলিলের নেতুত্বে কুমিল্লা  সাংবাদিক  ইউনিয়ন  সহ অনেক সংগঠন।

 

যাযাদি/এসএস