শীত না নামলেও নীলফামারীর সৈয়দপুরের ব্যবসায়ীরা পুরাতন গরম কাপড়ের গাইড কিনে মজুদ করে রাখলেও ও অপরদিকে গার্মেন্টস কাারখানার মালিকরা জ্যাকেট-সুয়েটার তৈরি করে মজুদের পাশাপাশি জ্যাকেট-সুয়েটার তৈরিতে ব্যস্ত সময় পার করলেও কেনা-বেচা শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করছেন।
সরেজমিন দেখা গেছে, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বেশ ক’জন ব্যবসায়ী শীত উপলক্ষে বিভিন্ন পোর্ট থেকে পুরাতন গরম কাপড়ের গাইড কিনে এনে তাদের গুদামে রেখেছেন। কিন্তু, পূর্বের সময়ের মতো শীত আসার আগে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা এখনো কেউ এসব কিনছেন না। কথা হলে এক ব্যবসায়ী জানান, দাম কম হলেও ক্রেতা নেই। তাছাড়া শীতের দেরি থাকায় সাধারন লোকজনও তেমন একটা কেনা-কাটা করছেন না।
সৈয়দপুর প্লাজা মার্কটের আমির গার্মেন্টসের মালিক ও কারিগররা জানান, শীত আসার আগে থেকেই আমরা জ্যাকেট-সুয়েটার তৈরি করে থাকি। আগে বিভিন্ন এলাকা থেকে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা এসে এসব জ্যাকেট-সুয়েটার কিনে নিয়ে যেতেন।
কিন্তু, এবার তা’ লক্ষ্য করা যাচ্ছে না। পর্যাপ্ত মজুদ থাকলেও কেউই কিনতে আসছেন না। তবুও সামনে শীত পুরোপুরি পড়লেই কেনা-বেচা হবে বলে তৈরির কাজে ব্যস্ত থাকছি। একই অবস্থা বিরাজ করছে শহরের পুরাতন ও নতুন কোর্ট বিক্রির দোকানগুলোতে। কথা হলে তারা হতাশ গলায় জানান, শীত নামার অপেক্ষায় অলস সময় পার করছেন
যাযাদি/ এম