বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে বাস্তবায়িক পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ পি.পি.পি প্রকল্পের তৃতীয় বর্ষের অবহিতকরণ সভা টেকনাফে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির ইউনিট লেভেল অফিসার আসাদুল হায়দার প্রমির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, বিশেষ অতিথি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের উপ-পরিচালক আব্দুল করিম, জার্মান রেড ক্রস এর প্রোগ্রাম কোঅরডিনেটর আব্দুল মালেক, ডিআর অফিসার তানিয়া আকতার সহ ইউনিয়ন সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ
এ সময় উপস্থিত বক্তারা বলেন- এসময় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয়দের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা পালন ও দূর্যোগ দূ্র্ভোগে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।
সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম