মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

৫০ হাজার ইয়াবা'সহ বিজিবি'র জালে মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফ প্রতিনবধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২৮
ছবি: যায়যায়দিন

কক্সবাজারে টেকনাফে বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা'সহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করছেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

ধৃত আসামি মিয়ানমারের মংডু থানাধীন ডেইল পাড়া গ্রামের বাসিন্দা মৃত কাদির হোসেন ছেলে মো. আয়াত উল্লাহ (২৬)।

বিজিবি'র অধিনায়ক জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- মাদকের একটি চালান মািয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে মির্জার জোড়া এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব হতেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়।

আটক আসামিকে জব্দকৃত ইয়াবা সহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে