শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ধর্মপাশায় কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২০
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৫ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, চঞ্চল মিয়া, রায়হান হোসেন ও উপকারভোগী কৃষকগণ।

উল্লেখ্য, এসময় ৩৩০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে