নারায়ণগঞ্জ বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের স্মারকলিপি

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জে বাসভাড়া কমানোর ও শিক্ষার্থীদের গণপরিবহনে হাফপাশের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন জেলা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন জেলার ছাত্রসংগঠন সমূহ।

স্মারকলিপিতে তিনটি দাবি জানানো হয়। তার মধ্যে রয়েছে (১) নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, (২): ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, (৩) নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সংগঠন সমুহের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন সাইফুল ইসলাম, ফাহানা মানিক মুনা, ইফাদ ইমতিয়াজ জয়ন্ত, মোঃ আজিজুল ইসলাম, সৌরভ চৌধুরী, সাইদুর রহমান, আমেনা আক্তার মীম, ইফতিহাজ আবরার উদয়, মুন্নি আক্তার প্রত্যাশা, শাহিন মৃধা, সিয়াম সরকার, ফারদিন শেখ প্রমুখ।

এদিকে এরআগে একই দাবিতে সকালে নারায়ণগঞ্জ কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সে সময় ক্লাসে ক্লাসে বক্তব্য রাখা হয়।

বক্তারা বলেন ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে।

যাযাদি/এসএস