চৌগাছায় ভ্যান চালককে চুরিকাঘাত করে ২২ কাদিকলা ও নগদ টাকা ছিনতাই
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১৬
যশোরের চৌগাছায় লাল্টু রহমান কালু (৪৫) নামে এক ভ্যান চলককে চুরিকাঘাত করে ২২ কাদিকলা ও নগদ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় তারা লাল্টুর শরীরে বিভিন্ন স্থানে ধালালো ছুরি মেরে মারাত্মক ভাবে আহত করে। আহত লাল্টু রহমান কালু যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার লাল্টুর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত লাল্টু রহমান কালু ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর উপজেলার বলুহর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মামলার বাদী ভিকটিম লাল্টুর স্ত্রী রাবেয়া খাতুন জানান, আমার স্বামী পেশায় একজন কলা ব্যবসায়ী। সোমবার বিকেলে প্রতিদিনের ন্যায় তার নিজের ভ্যান নিয়ে কলা কিনতে চৌগাছায় আসেন। তিনি কলা কিনে বাড়ীতে ফেরার সময় তার ৯ টার দিকে চৌগাছা-মুহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ২২ কাদি কলা ছিনিয়ে নেয়।
পরে তার অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে আসামীরা আমার মোবাইলে কল দিয়ে বলে আপনার স্বামী স্ট্রোক করেছে এ ঠিকানায় চলে আসেন। আমি আমার শ্বাশুড়ি উরফান বেগমকে সাথে নিয়ে রাত ১ টারদিকে চৌগাছা-মুহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌছায়। সেখানে দেখি আমার স্বামীকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। পরে তারা আমাকে জোর করে পাশের একটি লেবু বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। আমি সেখান থেকে দৌড়িয়ে কোনমতে পালিয়ে আসি। পরে আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চৌগাছা থানা পুলিশকে খবর দিলে এস আই আবু জাফর সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে লাল্টু যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় লাল্টু রহমান কালুর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুকুল খান (৩৮) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মিয়া শরীফ (৩৫) সহ অজ্ঞাত ৪/৫ জন। মামলা নম্বর ৩ তারিখ ৫-১১-২০২৪।
ভিকটিম লাল্টু রহমান কালু জানান, সে অন্য দিনের মত চৌগাছা থেকে কলা কিনে বাড়ী ফিরছিল। সে চৌগাছা-মুহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
চৌগাছা থানার (ভারপ্রাপ্ত ওসি) উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামীদের আটক করার জন্য অভিযান চলছে।
যাযাদি/এসএস