কুতুবদিয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৩
কক্সবাজারের কুতুবদিয়ায় পণ্যের মূল্য তালিকা ও বিক্রয়ের রশিদ না থাকায় তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন দোকান থেকে ৫'শ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে ধূরুং বাজারের মুদির দোকান, সবজির দোকান, ডিমের দোকান, মাংসের দোকান ও মাছের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন। বাজারে তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, নৌ-কন্টিজেন্ট সাব লেফটেন্যান্ট আরমানুল ইসলাম এ অভিযানে অংশ নেন। এতে সহযোগিতা করেন নৌবাহিনী ও পুলিশের একটি দল।
যাযাদি/এসএস