শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

শেরপুর টু ঝিনাইগাতী বিলুপ্তি হওয়া বাস সার্ভিস চালু 

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১৭:০১
ছবি : যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শেরপুর টু ঝিনাইগাতী বিলুপ্তি হওয়া লোকাল বাস সার্ভিস আবার চালু হওয়ায় জন স্বস্তি ফিরে এসেছে । বিগত ১৪/১৫ বছর লোকাল বাস সার্ভিসটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ঝিনাইগাতী টু শেরপুর সিএনজি যোগে প্রতিজনে ভাড়া গুনতে হতো ৫০ থেকে ৬০ টাকা ।

বিলুপ্তি হওয়া লোকাল বাস সার্ভিসটি ২০ মিনিট পর পর আবার চালু হওয়ার ফলে প্রতিজনের ভাড়া গুনতে হচ্ছে শেরপুর থেকে ঝিনাইগাতী মাত্র ২০ টাকা । যাত্রীদের ভাড়া কম থাকার ফলে বাসের কদর দিন দিন বাড়ছে । লোকাল বাস সার্ভিস চালু হওয়ার ফলে সিএনজি চালকদের কপালে ভাজ পড়ছে ।

বাস যাত্রী রুহুল আমিন, মধু মিয়া জানায় বাস চালু হওয়ার ফলে আমাদের যাতায়াতের সূবিধা হচ্ছে অপরদিকে অর্থ কম খরচ হচ্ছে । আগে সিএনজিতে চলাচলের ফলে বাড়তি ভাড়া গুনতে হয়েছে এখন বাস চালু করার জন্যে আমরা খুশি ভাড়াও কম । সাধারণ মানুষ লোকাল বাস সার্ভিসটি স্থায়ী ভাবে চালু রাখার দাবি জানিয়েছেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে