মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বাজিতপুর পৌর কবরস্থান রাস্তার বেহাল আবস্থা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি’
  ০৫ নভেম্বর ২০২৪, ১৬:৫১
ছবি : যায়যায়দিন

বাজিতপুর পৌরসভাটি অতিপ্রাচীন পৌরসভা। এই পৌরসভার পৌর কবরস্থানের রাস্তাটি কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পৌর কবরস্থানটি ০৪ নং ওয়ার্ড এর অন্তরগত মিরারবন্ধ গ্রামে অবস্থিত। বাজিতপুর পৌর শহরে বিভিন্ন গ্রাম ও পার্শ্ববতী এলাকার মৃত দেহকে কবরস্থ করা হয় ।

বৃষ্টির সময় কর্দমাত রাস্তা দিয়ে আসা যাওয়া করা খুবই দুষ্কর হয়ে পড়তে হয়। অত্যান্ত পরিতাপের বিষয় এই যে কবরস্থান ও তার পার্শবর্তী মসজিদে আসা যাওয়া করা খুবই কঠিন বর্ষা কালে এই রাস্তা দিয়ে মৃত দেহ দাফন ও কবর যেরাত করে মুসল্লিগণ আসা ও যাওয়া চরম দূর্ভোগ প্রহাতে হয়। বিগত সময়ে জনপ্রতিনিধি গণ রাস্তাটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলে ও বাস্তাবে তা কখনো দেখা যায় না।

এর ফলে এলাকাবাসীর ভোগান্তি যেন শেষ নেই। গনসাধারণের দীর্ঘ দিনের দাবি মিরার বন্ধ কবরস্থানের রাস্তাটি উর্ধবতন কতৃপক্ষের নিকট দাবি,বিষয়টি একবার ভেবে দেখবেন কি?

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে