মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

তারাকান্দা মহাসড়কে যৌথবাহিনীর অভিযান

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
ছবি : যায়যায়দিন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৭টি মামলা দিয়েছে যৌথ বাহিনী।

রবিবার (৩নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করেন তারাকান্দার আর্মি ক্যাম্প ও তারাকান্দা থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, মহাসড়কে অতিরিক্ত মাল বহনকারী ট্রাক ধরতে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও মাদকদ্রব্য, অবৈধ মালামাল বহনকারী সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করা হয়েছে।

সোমবার(৪ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে বিসকা ইউনিয়নে টিলাটিয়া গ্রামে কাইয়ুম,লিটন, সুলতানে এর বাড়ী থেকে ৩৫৩৫পিস ইয়াবা উদ্ধার করে মোজাম্মেল (৫৫)কে গ্রফতার করেছে। ইয়াবা ব্যবহারকারী একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও জনসাধারণ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে