মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১৫:২০
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারে সকল ধরনের পণ্যের মূল্য ধারাবাহিকতায় জন্য পৌরসদরের শরৎনগর ও বড়াল রেলস্টেশন বাজারে দোকানে পণ্যের মূল্য মনিটরিং করেছেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।

সোমবার (৪ নভেম্বর) দিনব্যাপী মনিটরিং কালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অধিক লাভে পণ্য বিক্রি করছে কিনা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ আছে কিনা তা যাচাই করেন, তিনি।

এ সময় বড়াল ব্রীজ রেলস্টেন বাজারের ৪ মুদি-ফাস্টফুড ব্যবসায়ীকে ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাজারে বিভিন্ন ব্যবসার দোকান মনিটরিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীদের দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন নিদের্শনা দেন।বাজার মনিটরিং কালে পুলিশ সদস্য,গণমাধ্যম কর্মি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে