ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে ইসিসি প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৮ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১৫:২২
টঙ্গীতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে"সুরক্ষিত পরিবেশ 'শিশুর স্বপ্নে পাশে " এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম টঙ্গীর হোসেন মার্কেটে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে মঙ্গলবার ডিপেনিং এভিডেন্স টু অ্যাকশন অন চাইল্ডকেয়ার অ্যান্ড ক্যাপিটাল লেভার্স প্রোজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক প্রধান কার্যালয় সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, মাসুদ আহমেদের সভাপতিত্বে এবং ব্র্যাক প্রজেক্ট সাপোর্ট এন্ড ক্যাপাসিটি ডেলপমেন্ট ডেপুটি ম্যানেজার মোসাঃ আয়েশা সিদ্দিকার পরিচালনায় প্রকল্প অবহিতকরন সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর প্রধান কার্যালয়র অপারেশন ম্যানেজার রেজভিনা পারভিন।
বক্তব্য প্রোগ্রাম সমন্বয়কারী বিআইজিডি রাইসা অদিবা, সিনিয়র সাইকোলজিস্ট বিআইইডি ফারজানা তাসনিম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম টঙ্গী এরিয়া ব্যবস্থাপক নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান, ওয়াল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন, মহিলা ও শিশু মন্ত্রণালয় ডে কেয়ার অফিসার মোহাম্মদ মনির হোসেন, গাজীপুর জেলা শহর সমাজসেবা অফিসার মোঃ জাকির হোসেন, ঢাকা ইম্পিরিয়াল হসপিটাল পরিচালক মোঃ আনিসুর রহমান, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা কাদের, ফুলকির প্রশিক্ষক মেহেরুন্নেসা সীমা, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা আরিফুর রহমান, শ্রমিক নেত্রী মর্জিনা আক্তার, ডাঃ এজিএম শহিদুল হক,এ কে আর পরিচালক তানিয়া আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।
যাযাদি/ এসএম