নোয়াখালীতে দিনব্যাপী গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও মেলা

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৫

স্টাফ রিপোর্টার নোয়াখালী
ছবি: যায়যায়দিন

নোয়াখালীতে দিনব্যাপী গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প প্রদর্শণী ও মেলা চলছে। জেলা শহরের বিবি কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জলবায়ু সংকটাপন্ন গ্রামীণ নারীদের হাতে তৈরি বিভিন্ন পন্য প্রদির্শণ ও বিক্রির আয়োজন করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, একশনএইড বাংলাদেশ এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের  সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান নামে একটি গবেষণাধর্মী বেসরকারি উন্নয়ন সংস্থা এ মেলা আয়োজন করে।

মেলায় গ্রামীণ নারীদের হাতে তৈরি নকশি কাঁথা, ব্লক-বাটিকের তৈরি পরিধেয় বিভিন্ন কাপড়, শাড়ি, চুড়ি, মাটি তৈরি তৈজসপত্র, দোলনা এবং দেশিয় খাদ্যসামগ্রী সহ নানা রকমের পণ্য প্রদর্শণ করা হয়।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন নাহার, নোয়াখালী রুরাল ডেভেলমেন্ট সোসাইটি -এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

মেলার আয়োজক সংগঠন প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ জানান, নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের দক্ষতা-উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মোন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে যাচ্ছে প্রান। এই কাজের ধারাবাহিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য বড় পরিসরে তুলে ধরতে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় হাতিয়া উপজেলার ১৮ জন গ্রামীণ নারী উদ্যোক্তার পাশাপাশি নোয়াখালীর ৯ উপজেলা থেকে নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম