দিনাজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৫:০৬
দিনাজপুর জেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটরিয়াম কাঞ্চনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক গত রবিবার দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ বিমান ও বেসামরিক পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৭ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন।
এই মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নূরে এ আলম। অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি অ্পস) হাবিবুর রহমান।
এ সময় জেলা প্রশাসক নবাগত জেলা প্রশাসক রফিকুল রহমান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে আত্মত্যাগ এ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। সাংবাদিক সমাজ একটি দেশের প্রেক্ষাপট উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন।
তিনি আরোও বলেন, আমাদের হাজারো সমস্যা রয়েছে সমস্যাকে সকলের সমন্বয় প্রচেষ্টায় সমাধান করা সম্ভব। তথ্য উপাত্ত দিয়ে সাংবাদিক সমাজ জেলা প্রশাসনকে সহযোগিতা করবে এবং জেলা প্রশাসক ও সাংবাদিকদের বিভিন্ন তথ্য ও উপাত্ত সাদরে গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ দিনাজপুরের যানজট, রাস্তাঘাট শঙ্কুচিত হওয়া, রাস্তার পাশেই অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরি করা, মাদকের সমস্যা সহ বিভিন্ন সমস্যা বিষয় ও সমাধানের ব্যাপারে তথ্য আদান প্রদান করেন।
দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন পত্রিকায় কর্মরত শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুরে দুটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম