নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
এ সময় সমাবেশে বাক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।
বক্তারা বলেন, আবদুল মতিন তোতা চেয়ারম্যান দুর্দিন দুঃসময়ে চরএলাহী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে রাখেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের ৬৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। উল্টো আসামিদের ইন্ধনে তোতার পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আবদুল মতিন তোতা হত্যা মামলার আসামিরা কেউ এলাকায় নেই। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চালাচ্ছে পুলিশ। মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
যাযাদি/ এসএম