পোরশায় ফার্মেসিতে জরিমানা 

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর পোরশায় সরাইগাছি মোড়ের মুনলাইট ফার্মেসিতে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নওগাঁ জেলার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনানের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ভেটেরিনারি ঔষুধ পাওয়ার কারণে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ। 

এছাড়াও তিনি বিভিন্ন হোটেল, ডিমের দোকান ও মুদি দোকান থেকে বিভিন্ন অভিযোগে ৪ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির উপস্থিত ছিলেন। 

এসময় ইউএনও মো. আরিফ আদনান বিভিন্ন ঔষুধের দোকান, খাবার হোটেল, ডিমের দোকান ও মুদি দোকানে অভিযান পরিচালনা করেন এবং মেয়াদউত্তীর্ণ ঔষুধ ও বাসি খাবার বিক্রি না করার জন্য শতর্ক করেন। এরকম কোন অভিযোগ পেলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 

যাযাদি/ এসএম