গাংনীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১৩:৪২

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনীর তেতুঁলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তৌফিক মোল্লা (২৭) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা। 

আজ মঙ্গলবার সকালে র‌্যাব- ১২ গাংনী ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। তৌফিক মোল্লা খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান,  ধৃত তৌফিক মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। ঘটনার সময় তৌফিক মোল্লা তেতুঁলবাড়িয়া মোশারফ হোসেনের বাড়ির সামনে রাস্তায় মাদক নিয়ে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় একটি মোবাইল ফোন।

ধৃত তৌফিক মোল্লার বিরুদ্ধে মামলা ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। 

যাযাদি/ এসএম