বিরামপুরে বিনামূল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের কৈশোরকালীন বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১০৫ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্যানিটারি ন্যাপকিন (প্যাড) বিতরণ করা হয়।
 
সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প বিরামপুর ইউনিট অফিসের আওতায় বটতলি সামাজিক উন্নয়ন কেন্দ্রে এ ক্যাম্পের উদ্বোধন করেন,প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ। চিকিৎসা প্রদান করেন ডা.তাহেরা খাতুন। 

এসময় টেকনিক্যাল অফিসার(নিউট্রিশন) মো: মেহেদি হাসান,শাখা ব্যবস্থাপক রেশমা খাতুন, সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. রাজু বিল্লাহ, মোছা. লুৎফুন নেসা, (জীবিকায়ন) আহমদুর রহমান, আতিকুর রহমানসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম