মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাঞ্ছিত, ৮ জনকে আসামি করে মামলা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৪
ছবি: যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাঞ্ছিতের ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জন নামীয়সহ আরো অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে মেহেরপুর মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং- ১০৮/২০২৪ মামলাটির শুনানী করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

এসময় শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা হয়। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান। এক পর্যায়ে কয়েকজন যুবক তার প্রতি রাগান্বিত হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এতে প্রতিবাদ করে অফিস সহকারী তোফাজ্জেল হোসেন। এসময় তোফাজ্ঝেল হোসেনকেও লাঞ্ছিত করে যুবকেরা। বর্তমানে ওই যুবকেরা বিভিন্নভাবে হুমকী ধামকী অব্যাহত রেখেছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সোমবার রাতেই মামলাটি নথীভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে