সিলেটের বিশ্বনাথে আটশত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ নভেম্বর) দুুপুুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এগুলো বিতরণ করা হয়। আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ (হাইব্রীড), ১০ কেজি করে ডিএমপি ও এমআরপি সার এবং নগদ এক হাজার টাকা কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা।
এর আগে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। উপসহকারী কৃষি অফিসার বিজিত আচর্য’র সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারি কৃষি অফিসার জাকারিয়া আহমেদ, গীতা পাঠ করেন উপসহকারি কৃষি অফিসার নিরঞ্জন বুদ্ধ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান ও টুনু মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন ৮টি সবজি (হাইব্রীড) ফসলের বীজ, সার ও সাথে নগদ ১ হাজার টাকা আমরা কৃষকদের হাতে তুলে দিচ্ছি। আমন ফসল তোলার পর জমি অনাবাদি না রেখে কৃষকরা যাতে বিষমুক্ত সবজি চাষ করতে পারেন এজন্য এ প্রণোদনা দেওয়া হয়েছে।
যাযাদি/ এসএম