শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জগন্নাথপুরে এফআইভিডিবি’র অবহিত করণ অনুষ্ঠান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ২১:১৬
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এফআইভিডিবি’র উদ্যোগে ও হেলেন কেলার ইন্টরন্যাশনাল (এইচকেআই) এর সহযোগীতায় অবহিত করণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা তুহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ যতন ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমির চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি অফিসার কাউছার আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন প্রমুখ।

এ সময় প্রজেক্ট কো-অর্ডিনেটর নীহার সিনহা, বিধান জন কস্তা, শাহীন আলী, মোজাফফার তানভীর, সাইফুল ইসলাম আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারি ভাবে এফআইভিডি বির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যে সব শিশু পুষ্টি হীনমন্যতায় ভোগছে তাদের খুঁজে বের করে মা ও শিশু দের পুষ্টির চাহিদা পূরণ করতে এফআইভিডিবি কাজ করে যাবে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে