মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নড়াইলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষীকী পালন

স্টাফ রিপোর্টার, নড়াইল
  ০৪ নভেম্বর ২০২৪, ২১:১২
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব প্রয়ত বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষীকী পালিত হয়েছে।

নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সোমবার বিকালে নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্বিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসান, সাংগাঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, নড়াইল সদর থানা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ বিএনপি, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।আলচোনা সভায় বক্তাতা তরিকুল ইলামের স্বৃতিচারন করে বলেন, তরিকুল ইসলাম ছিলেন, শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের একজন বিশ্বস্থ সঙ্গী। তিনি বিএনপির দূর দিনে জিয়া পরিবার তথা বিএনপির পাশে ছিলেন। বিএনপিকে বৃহত রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য বার বার বিরধি দল এবং আওয়ামী প্রশাসনের নির্যাতনের সিকার হয়েছেন। রাজনিতির কারনে তিনি বার বার কারা বরন করেছেন।

বক্তারা আরও বলেন, দক্ষিন বঙ্গ তথা খুলনা বিভাবে উল্লেখযোগ্য যত উন্নয়ন কর্মকান্ড সেটা তরিকুল ইসলামের হাত ধরে হয়েছে। নড়াইলের মানুষ তাকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্বরন করবে। এদিকে বর্ষীয়ান এই নেতার মৃত্যুবার্ষীকী উপলখ্যে জেলা সেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত ভাবে দলীয় কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ব্যানার টানানো হয়েছে। দলীয় নেতাকর্মরা বলছেন তরিকুল ইসলাম মারা গেলেও তিনি নড়াইলের মানুষের অন্তরে অনন্তকাল বেচে থাকবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে