পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) এ মৎস্য কেন্দ্র উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান।
তিনি বলেন, এই মৎস্য অবতরণ কেন্দ্রটি প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এইসব টাকা আপনাদেরই যে কোনো মাধ্যমে সরকারের কোষাগারে জমা দিয়েছেন সেই টাকায় এই কেন্দ্র নির্মিত হয়েছে।
এটিকে নিজের সম্পত্তি মনে করে যত্ন সহকারে পরিচালনা করবেন। কেন্দ্রটি নষ্ট হলে আমরা চালাতে পারবো না। সকলে মিলে এটি সঠিক ভাবে চালালে এটাকে একটি মৎস্য ল্যান্ডিং সেন্টার করা সম্ভব।
অতিরিক্ত সচিব আরও বলেন, এখানে মৎস্য সম্প্রদায় একটি বড়ো সম্প্রদায়। এই ল্যন্ডিং স্টেশনের একটি অপার সম্ভাবনা রয়েছে। এখানে দৈনিক ৮ থেকে ১০ টন মাছ ওঠানামার সম্ভাবনা রয়েছে। এখানে তৈরি করেছি প্যাকিং সেট, বরফ কল, সুপেয় পানির জন্য দুটি গভীর নলকূপ, অফিস ভবন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবনসহ আরও প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলম খান, লেফটেন্যান্ট কর্নেল আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, বিএনপির জেলা আহবায়ক অধক্ষ্য আলমগীর হোসেন, জামায়াতে ইসলামীর পৌর আমির রাজ্জাক হোসেন, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার আমিন সাগর, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, মৎস্যজীবিসহ আরও অনেকে।
যাযাদি/ এম