ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ১৫:২৯

ঝালকাঠি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরিশাল- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় ট্রলি ও যাত্রীবাহি থ্রীহুইলার (আলফা) মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত দু'জন থ্রীহুইলার আলফা গাড়ির যাত্রী ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷  

 রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, 'বরিশাল থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী ইট বালু টানা একটি ট্রলি পিংড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।' এসময় খুলনা-বরিশাল রুটে ঘন্টাখানিক যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে, এখনও নিহতের পরিচয় জানা যায়নি এবং ট্রলি ও মাহেন্দ্র জব্দ রয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/এসএস