হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস যোগদান করেছেন।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মদিবস শুরু করেন তিনি। এর আগে রোববার বিকাল ৫টায় বিদায়ী ইউএনও ফারজানা আক্তার মিতার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
সুনামগঞ্জ জেলার বাসিন্দা পল্লব হোম দাস ইউএনও হিসেবে যোগদানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস ক্যাডার।
যাযাদি/ এসএম