কেন্দুয়ায় বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রস্তুতিমূলক সভা
প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ১৩:২১
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৩ নভেম্বর) পড়ন্ত বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছর লুটপাটের ফলে দেশের যে সার্বিক ভঙ্গুরতা তৈরি হয়েছে তার থেকে উত্তরণের জন্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের বিশেষ গুরুত্ব রয়েছে । ৭ নভেম্বর শুধুই একটি দিবস নয় । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের যে অরাজকতা সৃষ্টি হয়েছিলো, ৭ নভেম্বর সিপাহি ও জনতার অংশগ্রহণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিলো । তিনি আরো বলেন, '২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না । ৭ নভেম্বরের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সেই শপথ গ্রহণের আবেদন জানাই সকলকে ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, বিএনপি নেতা মুসলেম উদ্দিন, বিএনপি নেতা ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
যাযাদি/ এসএম