রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে বিনা লাভে পণ্য বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ১৬:০৮
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া'র উদ্যোগে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে বিনা লাভে পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে নতুন বাজারস্থ লেমন ফ্রেস মিট এ সরাসরি খামারের দামে বিনা লাভে পণ্য বিক্রয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা লাভে পণ্য বিক্রয় উদ্বোধন করেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া মধু। এসময় উপস্থিত ছিলেন, লেমন গ্রুপের নির্বাহী পরিচালক শাহিন সুলতান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুল করিম, কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক মীর এম এ সালাম, কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক এম এ রকিব, শফিকুল ইসলাম রুম্মন, আহমেদ ফারুক মিল্লাদ, সাইফুল ইসলাম, ইসমাইল মাহমুদ, দীপংকর ভট্টাচার্য লিটন, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, বিকুল চক্রবর্তী, ভাস্কর হোম চৌধুরী, আনিসুল ইসলাম আশরাফী প্রমুখ।

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক শাহিন সুলতান বলেন, মেয়রের নির্দেশে আমরা সরাসরি খামারের মূল্যে বয়লার, লেয়ার, কক মোরগ ও ডিম শতভাগ সঠিক ওজনে আমরা পণ্য বিক্রয় করব।

প্রধান অতিথি সাবেক মেয়র মহসিন মিয়া বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতেই এমন উদ্যোগ হাতে নিয়েছি। সাধারণ ক্রেতারা যাতে স্বল্প মূল্যে মোরগ কিনতে পারে। আমি আগামীকাল থেকে নতুন বাজারের পয়েন্টে বিনা লাভে কাঁচামাল বিক্রয়ের জন্য একটি দোকান বসানো হবে যেখানে ক্রেতারা স্বল্প লাভে কাঁচামাল ক্রয় করতে পারবে।

স্বল্প মূল্যে বয়লার মোরগ কিনে শামসুল নামের এক ক্রেতা বলেন আমরা গরিব মানুষ দাম বেশি থাকায় বাজার করতে আমাদের খুব কষ্ট হয়। আমাদের সিমীত আয় আমরা চাইলেই সব কিনে খেতে পারি না। মেয়রের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে বাংলাদেশের সব জায়গায় যদি এমন করে বিনা লাভে পণ্য বিক্রয় করা হয় তাহলে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সময় লাগবে না। আমি ন্যায্য দামে পণ্য কিনে সন্তুষ্ঠ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে