নেছারাবাদে সংঘর্ষে আহত ১, গ্রেপ্তার ৩
প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ১৪:৫০
নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৌড়িখারা গ্রামে গতকাল সন্ধ্যা ৭:৪৫ মিনিটের সময় পল্লি বিদ্যুৎ সংলগ্ন জমিতে রাতের আঁধারে অবৈধভাবে সম্পত্তি দখল ও বালু ভরাট করতে গেলে সম্পত্তির মালিকগণ বাধা দিলে মো. হালীম (৭০) পিতা - মৃত ওসমান, মো. লোকমান (৩০) পিতা - মো. হালীম, মো. লিটন (৪০), পিতা- মো. ফরিদ, সহ অজ্ঞাত ব্যক্তিরা উমা রানি ঘোষ (৩০) কে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে বেদম ভাবে মাথায় ও শরীরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।
মাটিতে লুটিয়ে পড়ার পরে আসামীরা উমা রানি ঘোষকে বালির ভিতর চেপে ধরে। এঘটনায় উমা রানি ঘোষের ডাক চিৎকারে এর ভাই সত্যজিৎ ঘোষ এবং এলাকাবাসী সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উমা রানি ঘোষ কে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বর্তমানে উমা রানি ঘোষ নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার লিমা আক্তার এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, রোগীকে আমরা ২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।
এ ঘটনায় বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে ৪ জন কে আসামি করে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২/০৩/১১/২৪ ধারা- ১৪৩, ৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ (২)।
যাযাদি/ এস