শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ২১:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টেকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়। সমাবেশে বিদ্যালয়ের দাতা সদস্য মারুফ মোর্শেদ আরমান তার ব্যক্তিগত উদ্দ্যোগে বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন।
এ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা বেগম, দাতা সদস্য মারুফ মোর্শেদ আরমান, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ কাপ্তান, মোহাম্মদ গোলাম হোসেন, মো. হারুন, অবসর প্রাপ্ত শিক্ষক ছন্দু তালুকদার, সাবেক ইউপি সদস্য মো. মাঞ্জু ও শফিউল্লাহ মিলনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, নাসিরনগর উপজেলায় টেকানগর একটি অবহেলিত ও পিছিয়ে পড়া গ্রাম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণে এবং এ গ্রামের উন্নয়নে টেকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার ভালো পরিবেশের বিকল্প নাই।
এ সময়ে বক্তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন।
যাযাদি/ এম