গোসাইরহাটে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ২১:২০

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামী মিঠু সিকদার (৩৫), কে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোসাইরহাট থানা পুলিশ। 

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা ডিএমপি কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজধানীর পুরান ঢাকার রায়েসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মিঠু উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামের মৃত রসিদ সিকদারের ছেলে।

জানা যায়, উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামের (১৫) বছরের কিশোরীকে গত বছর ২০ ডিসেম্বর দুপুরে বাড়িতে একা পেয়ে মিঠু তার বসত ঘরে প্রবেশ করে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনার বিষয়ে কাউকে বলা হলে বিভিন্ন ভয়ভিতি ও হুমকি দিয়ে চলে যায় সে। পরে তার সাথে একাধিক বার সারিরিক সম্পর্ক করেন মিঠু৷

ঘটনার কয়েকমাস পরে ধর্ষণের শিকার ঐ কিশোরী অন্তসত্তা হয়ে যায়৷ তার পরিবারকে জানালে মিঠুর পরিবার লজ্জায় কাউকে কিছু বলতে না পারায় গর্ভের বাচ্চা ৮মাসের হয়ে যায়। এরপরে ধর্ষিতা কিশোরীর পরিবারের সযোগীতায় বাদী হয়ে গত আগষ্ট মাসের ২ তারিখে শরীয়তপুর কোর্টে ধর্ষনের অভিযোগ করলে, কোর্ট থেকে তদন্তের নির্দেশ দেয় গোসাইরহাট থানায়, গত  আগষ্ট মাসের ৩ তারিখে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করেন৷ 

এ বিষয়ে  থানার ওসি মাকসুদ আলম জানান, আটকৃত মিঠুকে শনিবার দুপুরে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।

যাযাদি/ এম