বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট নীলফামারী জেলা শাখার কর্মী সমাবেশ

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ২০:২২

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট নীলফামারী সদর উপজেলা ও পৌর শাখার কর্মীসভা শনিবার বিকেলে শহরের পৌর বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার দেবা বক্তৃতা করেন।

সংগঠনের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে কর্মীসভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব প্রদীপ কুমার দে মিঠু।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সেফাউল জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট নীলফামারীর যুগ্ম আহবায়ক সুভাষ বিশ্বাস, হিন্দু কল্যাণ ট্রাস্টের যুগ্ম আহবায়ক হিরম্বো কুমার রায় বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, আওয়ামীলীগ হিন্দুদের জিম্মি করে রেখেছিলো, হিন্দুরা আওয়ামীলীগের সম্পত্তি বলে দাবী করে তাদের ক্ষতি করেছিলো। শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে।

কর্মীসভা শেষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট নীলফামারী সদর উপজেলা শাখায় হিরম্বো কুমার রায় হিরুকে আহবায়ক ও ধীরেশ রায়কে সদস্য সচিব এবং পৌর শাখায় সুমন চক্রবর্তিকে আহবায়ক ও সুজন সরকারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট জেলা শাখার আহবায়ক প্রবীর গুহ রিন্টু জানান, দ্রুতই সব ইউনিটের কর্মীসভা সম্পন্ন হবে এবং আহবায়ক কমিটি গঠন করা হবে। এই আহবায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

যাযাদি/এসএস