সরাইলে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ২০:০২
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"এ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূইয়া।
উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান আবু কাউসার ঠাকুর রুবেল এর সভাপতিত্বে ও সমবায় অফিসার মো, মাওদুদ আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো,আলমগীর। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মৎস্য অফিসার মাকসুদুর রহমান, সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ, রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, দূর্গাচরণ দাস,আবুল বাসার সহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাযাদি/এসএস