শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

'খুনি হাসিনা সরকারের দোসররা এখনওদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে'

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০২ নভেম্বর ২০২৪, ১৯:১২
ছবি: যায়যায়দিন

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রæত শেষ করে আগামী দেড় দুই বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে। স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তিনি শ্রমিক দলসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।

শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে জেলা শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন ও শ্রমিক দলের নেতা শিবলী সাদিক প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে