সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে জরিমানা 

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৯:০৯

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে এক মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে। 

শনিবার দুপুরে সখীপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে তানজিল স্টোরের সত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে সখীপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন ও সম্পাদক লোকমান হোসেন বাজারের   ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া  নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও তিনি জানান। 

যাযাদি/ এম