সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
ছবি: যায়যায়দিন

"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন ও র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল হক ভূঞা , কেন্দুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, আল ফাত্তাহ ইসলামি ভোগ্যপণ্য সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাদেক আহমেদ, ফুটন্ত কলি ইসলামি বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শাজাহান শেখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমবায়ের অগ্রপথিক কুমিল্লার আক্তার হামিদের নাম উল্লেখ করে বলেন, তিনি বুঝতে পেরেছিলেন একের লাটি দশের বোঝা । এরপরই গড়ে ওঠে সমবায় সমিতি । কেননা মানুষের ভাগ্য উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমবায় সমিতি । প্রধান অতিথি আরো বলেন, সমস্যা আমাদের অর্থনৈতিক নয়, সুষম বণ্টনের । এই পদ্ধতিতে সরকার সাধারণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যাতে সবাই তার জীবনে ইতিবাচক কিছু করতে পারে । নাম সর্বস্ব সমবায় করে কোন লাভ নেই ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সমবায় সমিতির বিভিন্ন উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে