গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন : শাহজাহান চৌধুরী
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৬:৩১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করে চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করার প্রচেষ্টা চালাতে হবে। ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আগ্রহী সৎ ব্যক্তিদেরকে সংগঠিত করা। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুঃস্থ মানবতার সেবা করতে হবে। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহভীরু, চরিত্রবান, সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা।
শুক্রবার (১ নভেম্বর) নগরের বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে পশ্চিম বাকলিয়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাজাহান চৌধুরী বলেন, সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালার দাসত্ব ও রাসূলের (সা.) আনুগত্য করতে হবে। ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি ও পূর্ণ মুসলিম হতে হবে। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে হবে এবং সমাজ থেকে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটাতে হবে।
রসূলবাগ সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সহযোগী সদস্য সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, বাকলিয়া থানা জামায়াতের আমীর আবদুল জব্বার ও ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ কামাল হোসাইন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা সমাজসেবা সম্পাদক আহমদুল হক, থানা কর্মপরিষদ সদস্য শেখ আহম্মদ ও মফিজুর রহমান, সেক্রেটারি ওয়াহিদুল কাদের চৌধুরী, রসুলবাগ সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ. এস. এম এয়াকুব, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মপরিষদ সদস্য সুলতান মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রসূলবাগ আল নূর মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আলম ও দারসুল কোরআন পেশ করেন ফুলতলা জামে মসজিদের খতিব মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী।
যাযাদি/এসএস