ধনবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৫:৩৯
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে, টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা, মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা।
আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লেবু, মো. আব্দুর রাজ্জাক সভাপতি জাগরণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনুর রহমান, হুমায়ুন কবির, ধনবাড়ী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মো. রনি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্য বৃন্দরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা, মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেয়া যায়। তাই সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মুখী কাজ করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
আলোচনা সভায় অনেকেই উন্নয়নমূলক বক্তব্য রাখেন।
যাযাদি/এসএস