ফেনীতে জাতীয় রক্তদান দিবস পালিত
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৫:৩৭
ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় রক্তদান দিবস। দিবসটি উপলক্ষে জেলার স্বেচ্ছাসেবকরা র্যালী, আলোচনা সভা, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি পালন করেছে।
শনিবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালী বের করে জেলা স্বেচ্ছাসেবক পরিবার। র্যালীতে তিন শতাধিক স্বেচ্ছাসেবী অংশ গ্রহণ করে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। পরে রক্তদান ও ব্লাড গ্রুপিং করা হয়।
অপরদিকে জেলা শিল্পকলা একাডেমীতে দিবসটি উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তারসহ গণ্যমান্য আরো অনেকে। আলোচনায় রক্তদানের ইতিবাচক বিষয়গুলো উঠে আসে। আয়োজন করা হয় ব্লাড গ্রুপিং ও রক্তদানের।
মুসাম্মৎ শাহীনা আক্তার, জেলা প্রশাসক তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যাযাদি/এসএস