কালিয়াকৈরে শ্রমিক দলের কর্মীসভা
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৪:০৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় শুক্রবার সকালে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর শ্রমিক দলের উদ্যোগে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক শামছুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান বলেন, বহু ইতিহাস দেখেছি। কিন্তু যেভাবে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এমন ইতিহাস কখনো দেখি না। পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। সেখানে বসে তিনি ইতিমধ্যে কয়েকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার করছেন। এদেশের জনগনের অন্তর্বর্তীকালিন সরকারকে ব্যর্থ করার নানা পরিকল্পনা করছেন। এর ধারাবাহিকতায় এদেশের শিল্প-কারখানা ধব্বংস করতে শ্রমিকদের উসকানী দিচ্ছে ফ্যাসিবাদী সরকারের একটি কুচক্রী মহল। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো উসকানীতে পা দেওয়া যাবে না।
তিনি বলেন, এখন লুটতরাজের সময় নয়, নিজেদের এমপি চাওয়ার সময় নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে সুসংগঠিত করার সময়। আমরা কে এমপি হলাম, সেটা বিষয় নয়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।
এছাড়াও বিএনপির নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীও জানান বিএনপির এই নেতা।
যাযাদি/এআর