বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ১৪:০৪
ছবি: যায়যায়দিন

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।

এছাড়া সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তিন সমবায়ীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে