শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বারহাট্টায় জাতীয় সমবায় দিবস পালিত

বারহাট্টা  (নেত্রকোণা) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ১৩:৫৮
আপডেট  : ০২ নভেম্বর ২০২৪, ১৪:০২
ছবি: যায়যায়দিন

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায়ী র‌্যালি ও আলোচনা সভা।

শনিবার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তারের সভাপতিত্ব ও সাংবাদিক লতিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।

অন্যদের মধ্যে সাংবাদিক রুকুনুজ্জামান খান, সাংবাদিক আফজল হোসেন, দরুন সাহতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী শিরিন আক্তার, চাকুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী ফিরোজ উদ্দিন শেখ, ভাটগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উন্নয়ন কর্মী মোঃ মহিবুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়াও সুশীল সমাজের লোকজন, সমবায় সমিতির সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে