শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ডোমারে জাতীয় সমবায় দিবস পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ১৩:৪৯
ছবি: যায়যায়দিন

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে সমবায়ী পতাকা উত্তোলন করে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, এসআই কাজল কুমার রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, শাপলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মনছুর আলী, বন্ধু সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, অমৃতবাগ মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রেহেনা পারভিন, উত্তরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামান প্রমূখ।

শেষে সফল সমবায় সমিতি হিসেবে বাবুর দোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এবং সফল সমবায়ী হিসেবে শাপলা বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সভাপতি মনছুর আলীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে